আজকাল ওয়েবডেস্ক: ইন্টারনেটে খোঁজ করে শরীরের গঠনতন্ত্র খুঁটিয়ে দেখে নিয়েছিলেন। কোথায় কোপ মারলে আঘাত গুরুতর হবে তা খতিয়ে দেখা হয়েছিল ইন্টারনেট ঘেঁটে। তারপরেই মোক্ষম সময় বুঝে ক্রিসমাসের সন্ধ্যায় ৩৭ বার কুপিয়ে প্রিয় বন্ধুকে খুন করেন ডিলান থমাস। এই নিষ্ঠুর এবং পাশবিক খুন করায় ডিলানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, ডিলান নামী খাদ্য সংস্থার উত্তরাধিকারি। সব ঠিক থাকলে প্রায় আড়াই হাজার কোটি টাকার মালিক হতেন। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর প্রিয় বন্ধু উইলিয়াম বুশ (২৩)কে কুপিয়ে খুন করেন ডিলান। পুলিশ জানিয়েছে, ঘরে উপস্থিত নানা রকম ছুরি দিয়ে ৩৭ বার কোপানো হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ডিলান।

পুলিশ জানিয়েছে, সপ্তাহ খানেক আগে বাকিংহাম প্যালেসে অনধিকার প্রবেশ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন ডিলান। জামিনে বাইরে ছিলেন। ডিলান এবং উইলিয়াম এক সঙ্গে থাকতেন। হত্যার দিন, ঠাকুমার গাড়িতে সেখানে পৌঁছয় ডিলান। বাড়িতে ঢুকে রান্নাঘর থেকে ছুরি বুশের ঘরে প্রবেশ করেন এবং একনাগাড়ে কোপাতে শুরু করেন। পথচারীরা বাড়ি থেকে 'বীভৎস চিৎকার' শুনতে পান বলে জানিয়েছেন। হামলার পর ডিলান ৯৯৯ নম্বরে ফোন করে দাবি করেন, উইলিয়াম মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করেছে। আদালতে আইনজীবী জানান, এটি একটি পূর্বপরিকল্পিত আক্রমণ ছিল। সওয়াল জবাবের বিচারক এই হত্যাকাণ্ডকে 'ভয়াবহ' বলে বর্ণনা করেছেন। তিনি জানান, উইলিয়ামকে তাঁর শয়নকক্ষে তাঁরই বিশ্বস্ত একজনের হাতে খুন হতে হয়েছে। এর চেয়ে ভয়ানক কিছুই হতে পারে না। এর পরেই তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত।