আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার বিকেল থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার সারা দিন, রাত। তারপর শুক্রবার। শনিবার সকাল থেকে ফের কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। গভীর নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে হাওয়া অফিস সূত্রে খবর। একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক জেলায় সেতু বা রাস্তা জলের তলায় চলে গিয়েছে। পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত।


এদিকে বাংলার পাশাপাশি প্রতিবেশী রাজ্যেও বৃষ্টি হচ্ছে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় জল বাড়ছে একাধিক নদীতে। বন্যা সতর্কতা জারি হয়েছে একাধিক জায়গায়। জল ছাড়তে শুরু করেছে ডিভিসিও। চিন্তা রয়েছে সিকিম ও ভুটান নিয়েও। ওই এলাকাগুলিতে বৃষ্টি হলে ভাসতে পারে উত্তরবঙ্গ। 


সদ্য কেরলের ওয়েনাড়ে যে বিপর্যয় হয়েছে, তাতে অন্তত ৩০০ মানুষ মারা গেছেন। জল–কাদা সরালেই একের পর এক মৃতদেহ উঠে আসছে। বাংলাতেও না এই অবস্থা হয়। এমন আশঙ্কা তৈরি হয়েছে গত তিন দিনের টানা বৃষ্টির ফলে। 

শনিবার দক্ষিণের সব জেলাতেই চলবে বৃষ্টি। তবে বিকেলের পর কমতে পারে। আর উত্তরবঙ্গে মঙ্গলবার অবধি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।