আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইন অধিকৃত গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হলে সেখানকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইজরায়েলের হাতে থাকবে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে আমেরিকা। শনিবার তেল আভিভে নেতানিয়াহু বলেন, ‘গাজা যুদ্ধ শেষ হলে সেখানকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে ইজরায়েল।’ তার এই বক্তব্যে আমেরিকা বেশ অবাক। তাই ব্যাখ্যা চাওয়া হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, গাজায় ইজরায়েলের দখলদারিত্ব ভাল হবে না। প্রসঙ্গত, বর্তমানে গাজায় নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সেখানকার সমস্ত কর্মকাণ্ড হামাসের মাধ্যমে পরিচালিত হয়।
