আজকাল ওয়েবডেস্ক:‌ গাজার উপর নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস। এমনই দাবি করলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি ভিডিও ব্রডকাস্টে বলেন, ‘‌গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস। জঙ্গিরা দক্ষিণ দিকে পালাচ্ছে। সাধারণ নাগরিক এখন হামাসের ঘাঁটি লুট করছে। ওদের আর সরকারের উপরে আস্থা নেই।’‌ প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলের উপরে প্রথম হামলা চালিয়েছিল প্যালেস্তাইনের হামাস বাহিনী। মিসাইল হামলায় অন্তত ১২০০ নাগরিক মারা যান। সীমান্ত পেরিয়ে কমপক্ষে ২৪০ জনকে বন্দি বানায় হামাস। এরপরই যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। শুরু হয় আক্রমণ। হামাসের প্রধান ঘাঁটি গাজা স্ট্রিপকে প্রধান নিশানা বানায় ইজরায়েল। আইডিএফের লাগাতার হামলায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে গাজার উত্তর অংশ। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ইন্টারনেট ও বিদ্যুৎ পরিষেবাও থাকছে না। সোমবারই প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শায়েহ ইউরোপীয় ইউনিয়ন ও রাষ্ট্রপুঞ্জের কাছে গাজায় ত্রাণ পাঠানোর জন্য আবেদন করেন। এই পরিস্থিতিতে ইজরায়েল দাবি করল, গাজা সিটির উপর নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস।