‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্তাইন অধিকৃত গাজা ভূখণ্ডে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি এবং ইজরায়েলের সঙ্গে পণবন্দি বিনিময় প্রসঙ্গে আলোচনা করতে মিশর যাচ্ছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বুধবার তাঁর কায়রোতে পৌঁছানোর কথা। জানা গেছে, কায়রোতে হামাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। যে দলের নেতৃত্ব দেবেন ইসমাইল হানিয়া। মিশরের গোয়েন্দা বাহিনীর প্রধান আব্বাস কামেলের সঙ্গেও দেখা করবেন হানিয়া।  
এবারের বৈঠকে অবরুদ্ধ গাজাবাসীকে মুক্ত করা, ইজরায়েলে বন্দি প্যালেস্তাইনিদের মুক্তি, গাজায় ইজরায়েলি হামলার অবসান এবং হামাসের হাতে থাকা পণবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা করবেন নেতারা। এছাড়া গাজায় মানবিক সহায়তার বিষয়েও আলোচনা হবে বৈঠকে। এর আগে কাতারের মধ্যস্থতায় এক সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইজরায়েল। সেই চুক্তির মাধ্যমে ৮০ পণবন্দিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ২৪০ কারাবন্দি প্যালেস্তাইনির মুক্তি নিশ্চিত করেছিল স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি।
 প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় হামাস। ওই দিন থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইজরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ১৯ হাজার ৬৬৭ জন প্যালেস্তাইনি মারা গেছেন। আহতের সংখ্যা ৫০ হাজারেরও বেশি।