আজকাল ওয়েবডেস্ক: সোমবার প্যালেস্তাইনে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ইজরায়েলের ২৪ সেনার মৃত্যু হয়েছে। গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সোমবার ২৪ ঘণ্টায় ২৪ জন ইসরায়েলি সেনা মারা গেছে। মঙ্গলবার সকালে ইজরায়েল ওই তথ্য জানায়। বেশিরভাগ সেনা দুটি দোতলা ভবনে ছিলেন। সোমবার বিকেলে ভবন দুটি বিস্ফোরণে ভেঙে পড়ে। তাতেই মারা যান সেনারা।
মঙ্গলবার সকালে ১০ সেনার নাম প্রকাশ করে ইজরায়েলি সামরিক বাহিনী। তাদের বয়স ২২ থেকে ৩৭ এর মধ্যে। তাদের নয়জন একই ব্রিগেডের। এর আগে তারা তিন প্যারাট্রুপারের নাম প্রকাশ করে, যারা সোমবার গাজায় মারা যান। প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর গাজায় শুরু হওয়া স্থল অভিযানে মৃত ইজরায়েলি সেনার সংখ্যা ২২২ জনে দাঁড়াল।
এদিকে গাজা যুদ্ধে সোমবার পর্যন্ত ২৫ হাজার ২৯৫ জন প্যালেস্তাইনি মারা গেছেন। যাদের একটি বড় অংশ মহিলা ও শিশু।
মঙ্গলবার সকালে ১০ সেনার নাম প্রকাশ করে ইজরায়েলি সামরিক বাহিনী। তাদের বয়স ২২ থেকে ৩৭ এর মধ্যে। তাদের নয়জন একই ব্রিগেডের। এর আগে তারা তিন প্যারাট্রুপারের নাম প্রকাশ করে, যারা সোমবার গাজায় মারা যান। প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর গাজায় শুরু হওয়া স্থল অভিযানে মৃত ইজরায়েলি সেনার সংখ্যা ২২২ জনে দাঁড়াল।
এদিকে গাজা যুদ্ধে সোমবার পর্যন্ত ২৫ হাজার ২৯৫ জন প্যালেস্তাইনি মারা গেছেন। যাদের একটি বড় অংশ মহিলা ও শিশু।
