‌আজকাল ওয়েবডেস্ক:‌ অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে পাল্টা হামলায় ১০ ইজরায়েল সেনাকে মারল হামাস। হামাসের হামলায় ইজরায়েলি ট্যাঙ্ক, সামরিক যান এবং বুলডোজারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
 প্রসঙ্গত, এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির পর গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় ফের বিমান ও স্থলপথে হামলা শুরু করেছে ইজরায়েল। যার পাল্টা জবাব দিচ্ছে হামাস। রকেট হামলাও চালিয়েছে তারা তেল আভিভে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, তেল আভিভের ব্যস্ত ফুটপাথে রকেটের বড় টুকরো পড়ে রয়েছে। মঙ্গলবারের এই হামলায় তেল আভিভে বেশ কয়েকজন আহত হয়েছে। টাইমস অব ইজরায়েল জানিয়েছে, গাজা থেকে তেল আভিভের বিভিন্ন এলাকা লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হামাস। বলা হয়েছে প্রায় ১৫টি রকেট ছেড়েছে হামাস। রকেট হামলা চালানোর আগে স্থানীয়দের সাইরেন বাজিয়ে সতর্ক করে দেওয়া হয়। এদিকে, লেবানন সীমান্ত লাগোয়া ইজরায়েলের উত্তরাঞ্চলেও কয়েক দফা রকেট হামলা চালিয়েছে ইরান–সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।