আজকাল ওয়েবডেস্ক: মাস গেলে আয় সাকুল্যে ১২ হাজার টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ১২ টাকা। এই সম্বল নিয়ে গুজরাতের সবরকণ্ঠ জেলার রতনপুর গ্রামের এক বাসিন্দার ৩৬ কোটি টাকার আয়কর নোটিশ পেয়েছেন। আয়কর বিভাগ তাঁকে তাঁর এই বিপুল লেনদেনের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও এই লেনদেন সম্পর্কে কোনও ধারণাই নেই বলে দাবি করেছেন ওই যুবক।

একটি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসে কর্মরত জিতেশকুমার মাকওয়ানা জানান, তাঁর আয় এত কম যে তিনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। তিনি বলেন, "৩৬ কোটি টাকার নোটিশ দেখে আমি চমকে গিয়েছি। কাগজের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলাম। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ১২ টাকা পড়ে রয়েছে।"

তিনি আরও জানিয়েছেন, নোটিশ পাওয়ার পর তিনি স্থানীয় থানায় যোগাযোগ করেন। সেখান থেকে তাঁকে সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়। সেখান থেকে আয়কর অফিসে। এর পর যোগাযোগ করতে বলা জিএসটি [পণ্য ও পরিষেবা কর] কর্মকর্তাদের সঙ্গে। সেখান থেকেও ফিরে আসতে হয়। জিতেশ বলেন, "প্রথমে ভেবেছিলাম এটি ভুল পরিচয়ের ঘটনা। কিন্তু সেখান থেকে বলা হয়েছিল যে এটি তা নয়।"

জিএসটি ফাইলিংয়ের জন্য জিতেশের প্যান কার্ড নম্বর জালিয়াতির কাজে ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ। আয়কর বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, জিএসটি বিভাগ বড় অঙ্কের লেনদেনের বিষয়টি চিহ্নিত করেছে। তিনি বলেন, "তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। এটি জালিয়াতির একটি মামলা হতে পারে। যেখানে কারও ব্যাঙ্ক এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করা হয়েছে। যাঁদের তথ্যের অপব্যবহার করা হয়েছে, তাঁরা হয়তো সেই বিষয়ে অবগতই নয়।"

পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী জিতেশ। তিনি তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্ট পরীক্ষা করে দেখেছেন এবং অস্বাভাবিক কিছু খুঁজে পাননি। আয়কর আইনের ধারা ১৪৮এ (১) এর অধীনে ২৯শে মার্চ তাঁকে নোটিশটি জারি করা হয়েছিল। আয়কর মূল্যায়ন পুনরায় শুরু হওয়ার আগে ওই নোটিশ প্রাপককে তাঁদের প্রতিক্রিয়া জানাতে হবে। নোটিশটিতে ২০২০-২১ সালে তাঁর বিরুদ্ধে ৩৬,০৩,৫৮,৯১৫ টাকার লেনদেন গোপন করার অভিযোগ আনা হয়েছে।

নোটিশটিতে জিতেশকে ১৩ এপ্রিলের মধ্যে তাঁর ব্যবসাযর প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। এর পাশাপাশি বিক্রয় ও ক্রয়ের রেকর্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং জে কে এন্টারপ্রাইজ সম্পর্কিত নথিপত্র জমা দিতে বলেছে। সতর্ক করা হয়েছে, উত্তর না দিলে ১৪৮ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে অথবা পুনরায় মূল্যায়ন করা হবে।