আজকাল ওয়েবডেস্ক: চোটের জন্য ছিটকে গিয়েছেন গ্লেন ফিলিপস। পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শনকাকে নিল গুজরাট টাইটানস। চোটের জন্য দেশে ফিরে গিয়েছেল কিউয়ি ক্রিকেটার ফিলিপস। তাই আর দেরি না করে শনকাকে নিয়ে নিল গিলের দল।
আইপিএলের মেগা নিলামে ২ কোটি টাকায় ফিলিপসকে কিনেছিল গুজরাট। তবে একটিও ম্যাচে তিনি খেলার সুযোগ পাননি। তার উপর চোট পান অনুশীলনে। অগত্যা দেশে ফিরে যেতে হল।
পরিবর্তে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক শনকাকে নিল গুজরাট। যিনি দেশের হয়ে ১০২ খানা টি২০ খেলেছেন। এর আগে ২০২৩ সালে গুজরাটে ছিলেন শনকা। তবে খেলেছিলেন মাত্র তিনটি ম্যাচ। দুই বছর পর আবার ফিরলেন। বেস প্রাইস ৭৫ লক্ষ টাকায়।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গ্লেন ফিলিপসের পরিবর্তে দাসুন শনকাকে দলে নিয়েছে গুজরাট। শ্রীলঙ্কার হয়ে ১৪৫৬ রান করেছেন তিনি। সঙ্গে নিয়েছেন ৩৩ উইকেট। এছাড়া দেশের হয়ে ৭১টি একদিনের ম্যাচ ও ৬টি টেস্ট খেলেছেন তিনি। এর আগে ২০২৩ সালে তিনি গুজরাটে ছিলেন। খেলেছিলেন তিন ম্যাচ। ৭৫ লক্ষ টাকা বেস প্রাইসে তাঁকে নেওয়া হল।’
সম্প্রতি দুবাই ক্যাপিটালসের হয়ে টি২০ টুর্নামেন্ট জিতেছেন শনকা। আর এই মুহূর্তে গুজরাট আইপিএলে পয়েন্ট টেবিলে আছে দুই নম্বরে। ৬ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট।
