আজকাল ওয়েবডেস্ক: ঘোড়ায় চড়ে বিয়ের রীতি পালন করছিলেন নতুন বর। তাঁর গলায় থাকা টাকা দিয়ে তৈরি মালা থেকে টাকা চুরি করে পালিয়েছে চোর।  আচমকা ঘোড়া থেকে নেমে পড়ে সেই টাকা উদ্ধার করতে চোরের পিছনেই দৌড় লাগালেন বর। তার পর কী হল? চোরের পরিণতি কী হল সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

 

?ref_src=twsrc%5Etfw">November 24, 2024


ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠের। বরের পরিচয় জানা যায়নি। নিজের বিশেষ দিনে তাঁর সঙ্গে এই অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ায় মন খারাপ হয়ে যায় তাঁর। এর পরেই সে চোরদের তাড়া করা সিদ্ধান্ত নেয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে বিয়ের সাজেই একটি মালবাহী চার চাকার উপর সওয়ার হয়েছেন ওই যুবক। মালবাহী গাড়িটির চালক তাঁর গলার মালা থেকে টাকা চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। কোনও রকমে গাড়িটির মধ্যে প্রবেশ করেই ওই চোরটিকে বেধড়ক মারধর করতে থাকেন।


মার খেতে খেতেই গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। ঠিক তখনই তাঁর পথ আটকে দাঁড়িয়ে পড়েন এক জন বাইকআরোহী। এর পর অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করেন নতুন। তাঁকে সঙ্গে দেন ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েক জন ব্যক্তি। এই ঘটনায় এখনও পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা জানা যায়নি এখনও পর্যন্ত।