‌আজকাল ওয়েবডেস্ক:‌ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ডঃ সিভি আনন্দ বোসের এক বছরের মেয়াদ পূর্তি উপলক্ষ্যে রাজভবনে বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে ‘ড্রাগ মুক্ত বাংলা’ গড়ার ডাক দিয়ে রাজভবন থেকে সাইকেল র‌্যালির সূচনা করেন রাজ্যপাল। সমাজকে সম্পূর্ণভাবে নেশা মুক্ত করার জন্য এক শপথ গ্রহণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে রাজভবনে। এই বিষয় ভাবনার উপরে স্কুলের ছেলেমেয়েদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুরে ‘মিল উইথ গভর্নর’ কর্মসূচির আওতায় রাজ্যপাল, প্রবীণ ও শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন। সন্ধেয় রাজভবনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।