আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা। ঘটনাস্থল ফের উত্তরপ্রদেশ। রেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি মালগাড়ি কুন্দনগঞ্জের দিকে যাচ্ছিল। সেটি আসছিল মধ্যপ্রদেশের সাতনা থেকে। রায়বরেলী–প্রয়াগরাজ রেল ডিভিশনের লক্ষ্মণপুর এবং দরিয়াপুর স্টেশনের মাঝে রেললাইনের উপর সিমেন্টের ব্লক ফেলে রাখা হয়েছিল। রাত ১১টা নাগাদ চালক হঠাৎ দেখতে পান রেললাইনের উপরে কিছু পড়ে রয়েছে। আপৎকালীন ব্রেক কষে মালগাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু সেই সিমেন্টের ব্লকে ধাক্কা লাগে মালগাড়ির।


খবর পেয়েই ঘটনাস্থলে আসে রেলপুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, গত রবিবার রায়বরেলীতে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা করা হয়েছিল রেললাইনের উপর বিপুল পরিমাণ মাটি ফেলে রেখে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। 


প্রসঙ্গত, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে বারবার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফের সেই চেষ্টা হল উত্তরপ্রদেশে। কিন্তু চালকের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হল।