আজকাল ওয়েবডেস্ক:‌ চলছে বিয়ের মরশুম। সোনা কেনার হিড়িক চলছে এখন। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, শনিবার ২৩ নভেম্বর শহর কলকাতায় সোনার দাম কত?‌


শনিবার কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক এক গ্রাম সোনার গহনার দাম ৭৪৪০ টাকা। আর ১০ গ্রামের দাম ৭৪৪০০ টাকা। আর ২৪ ক্যারাটের ১ গ্রাম খুচরো পাকা সোনার দাম ৭৮২৫ টাকা। আর ১০ গ্রামের দাম ৭৮২৫০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারাটের পাকা সোনার বাটের এক গ্রামের দাম ৭৭৮৫ টাকা। অন্যদিকে ১০ গ্রামের দাম ৭৭৮৫০ টাকা। 


গত এক সপ্তাহে অর্থাৎ ১৫ থেকে ২২ নভেম্বর অবধি সোনার দাম বারেবারে পরিবর্তিত হয়েছে। যেমন গত শুক্রবার অর্থাৎ ২২ নভেম্বর হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ছিল ৭৩৩৫০ টাকা। খুচরো পাকা সোনার দাম ছিল ৭৭২০০ টাকা। আর পাকা সোনার বাটের দাম ছিল ৭৬৮০০ টাকা।


অর্থাৎ শুক্রবারের তুলনায় শনিবার শহর কলকাতায় দাম বাড়ল সোনার।


দেশের বিভিন্ন শহরেও সোনার দামে ওঠানামা রয়েছে। দিল্লিতে যেমন ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৭২৪০০ টাকা। আর ২৪ ক্যারাটের দাম ৭৮৯৭০ টাকা। মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম শনিবার ৮২৪৮৫ টাকা। আর ২৪ ক্যারাটের দাম ৮২১৫৪ টাকা। আর চেন্নাইয়ে ২২ ক্যারাটের দাম হয়েছে ৭৮৯৫৮ টাকা। ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ৭৮৬৪২ টাকা।