আজকাল ওয়েবডেস্ক:‌ গত মাস ছিল ভরা বিয়ের মরসুম। এখন পৌষ মাস। এই মাসে বিয়ে নেই। কিন্তু মাঘ মাস পড়তেই ফের বিয়ে শুরু হয়ে যাবে। তাই সোনা কেনার খামতি নেই সাধারণ মানু্ষের। তাই দেখে নেওয়া যাক শুক্রবার ২৭ ডিসেম্বর শহর কলকাতায় সোনার দাম কত।


শুক্রবার ২২ ক্যারাটের এক গ্রাম হলমার্ক সোনার গহনার দাম ৭,৩০৫ টাকা। আর দশ গ্রামের দাম ৭৩,০৫০ টাকা। যা বৃহস্পতিবারের থেকে সামান্য বেশি। আবার খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের এক গ্রামের দাম শুক্রবার শহর কলকাতায় ৭,৬৮৫ টাকা। আর দশ গ্রামের দাম ৭৬,৮৫০ টাকা। এদিকে, পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের এক গ্রামের দাম এদিন ৭,৬৪৫ টাকা। আর দশ গ্রামের দাম ৭৬,৪৫০ টাকা।


বৃহস্পতিবার শহর কলকাতায় হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের দশ গ্রামের দাম ছিল ৭২,৮০০ টাকা। শুক্রবার দাম সামান্য বেড়েছে। খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের বৃহস্পতিবার দাম ছিল ৭৬,৬০০ টাকা। এই দামও শুক্রবার সামান্য বেড়েছে। আবার পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের দশ গ্রামের বৃহস্পতিবার কলকাতায় দাম ছিল ৭৬,২০০ টাকা। শুক্রবার এই দামও সামান্য বেড়েছে। এদিকে, কলকাতায় শুক্রবার রুপোর ৯৯৯ বার/‌কেজি হয়েছে ৮৭,৯০০ টাকা। ডলারের ক্রয়মূল্য ৮৪.‌৬০ টাকা। আর বিক্রয়মূল্য ৮৫.‌৪৫ টাকা। 


দেশের অন্যান্য শহরেও সোনার দাম বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সামান্য বাড়ল।