আজকাল ওয়েবডেস্ক:‌ বিয়ের মরসুম শুরু হতেই বেড়েছে সোনার চাহিদা। দোকানে পড়ছে লম্বা লাইন। কিন্তু অনেকের ক্ষেত্রেই তা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্তদের জন্য তো দাম একেবারে নাগালের বাইরে। শুক্রবার ২৪ জানু্য়ারি দেশ জুড়ে সোনার দাম বৃহস্পতিবারের তুলনায় না বাড়লেও তা রয়েছে মধ্যবিত্তের নাগালের বাইরে।


২২ ক্যারাটের দাম ৭৫ হাজার ও ২৪ ক্যারাটের দাম ছাড়িয়েছে ৮০ হাজার।


কলকাতায় শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম ৭,৬৭৫ টাকা। আর ১০ গ্রামের দাম ৭৬,৭৫০ টাকা। অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারাট গহনা সোনার দাম হয়েছে ৮,০৭৫ টাকা। ১০ গ্রামের দাম ৮০,৭৫০ টাকা। আবার ১ গ্রাম ২৪ ক্যারাটের পাকা সোনার বাটের দাম ৮,০৩৫ টাকা। ১০ গ্রামের দাম ৮০,৩৫০ টাকা।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই শহরে সোনার দাম এটাই ছিল। যদিও জিএসটি ও টিসিএস আলাদাভাবে ধার্য্য হবে এই দামের সঙ্গে।


দেশের অন্যান্য শহরের মধ্যে রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৭৫,৪৩৩ টাকা। আর ২৪ ক্যারাটের দাম ৮২,২৭৩ টাকা। চেন্নাইয়ে ২২ ক্যারাটের দাম হয়েছে ৭৫,২৮১ টাকা। আর ২৪ ক্যারাটের দাম ৮২,১২১ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম ৭৫,২৮৭ টাকা। ২৪ ক্যারাটের দাম শুক্রবার হয়েছে ৮২,১২৭ টাকা। 


দেশের অন্যান্য শহরেও সোনার দাম বেশ চড়া।