আজকাল ওয়েবডেস্ক: পড়ে গিয়েছে মাঘ মাস। তারপর ফাল্গুন। এই দুই মাস বিয়ের মরসুম। তাই সোনা কেনার চাহিদা থাকবে। কিন্তু জানুয়ারির মাঝামাঝি থেকেই ক্রমাগত বেড়ে চলেছে সোনার দাম।
কলকাতায় শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৭৩,৯১০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৮০,৬৩০ টাকা। আর ১৮ জানুয়ারি ১০ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম হয়েছে ৭৬,০৫০ টাকা। খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে শহর কলকাতায় ৮০ হাজার টাকা। আর পাকা সোনার বাটের ১০ গ্রাম ২৪ ক্যারাটের দাম হয়েছে ৭৯,৬০০ টাকা।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি থেকেই ক্রমাগত সোনার দাম বেড়েই চলেছে। ১৮ জানুয়ারি এসেও সেই ধারাই বজায় থাকল।
দেশের অন্যান্য শহরেও বেড়েছে সোনার দাম। চেন্নাইয়ে যেমন ১০ গ্রাম ২২ ক্যারাটের দাম হল ৭৪,৩৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাটের দাম হয়েছে ৮১,১১০ টাকা। মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম ৭৪,৩৫০ টাকা। আর ২৪ ক্যারাটের দাম ৮১,১১০ টাকা।
রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের দাম ৭৪,৫০০ টাকা। ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ৮১,২৬০ টাকা। আবার বেঙ্গালুরুতে দাম ২২ ক্যারাটের ৭৪,৩৫০ টাকা। আর ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ৮১,১১০ টাকা।
