আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারির শেষে সোনার দাম ফের ঊর্ধ্বমুখী। বিয়ের মরসুম শুরু হতেই চড়চড় করে বাড়ছে হলুদ ধাতুর দাম। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২২ ক্যারাট সোনার দাম ৭৬ হাজার টাকা ছাড়িয়েছিল। ২৪ ক্যারাট সোনার দাম ৮৩ হাজারের গণ্ডি ছাড়ায়।
আর শুক্রবার ৩১ জানুয়ারি দাম আরও বেড়েছে। ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম শহর কলকাতায় ৭৭,৭৫০ টাকা। আর খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে ৮১,৮০০ টাকা। পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে ৮১,৪০০ টাকা। এই দামের সঙ্গে জিএসটি ও টিসিএস যুক্ত হবে।
বৃহস্পতিবার ২২ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৭,৫৫০ টাকা। খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৮১,৬০০ টাকা। আর পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৮১,২০০ টাকা।
শুক্রবার ৩১ জানুয়ারি খুচরো রুপোর ১০০ গ্রামের দাম ৯,২৫০ টাকা। আর এক কেজির দাম হল ৯২,৫০০ টাকা। ১০০ গ্রামের রুপোর বাটের দাম হয়েছে ৯,২৪০ টাকা। আর ১ কেজির রুপোর বাটের দাম ৯২,৪০০ টাকা। গত ২৪ ঘণ্টায় রুপোর দামও বেড়েছে অনেকটাই।
এদিকে চেন্নাইয়ে শুক্রবার ৩১ জানুয়ারি ২২ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম ৭৬,১১০ টাকা। আর ২৪ ক্যারাটের দাম হয়েছে ৮৩,০৩০ টাকা। মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম হল ৭৬,১১০ টাকা। আর ২৪ ক্যারাটের দাম দাঁড়িয়েছে ৮৩,০৩০ টাকা। রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের দাম ৭৬,২৬০ টাকা। আর ২৪ ক্যারাটের ৮৩,১৮০ টাকা। অর্থাৎ গোটা দেশেই ঊর্ধ্বমুখী সোনার দাম।
