আজকাল ওয়েবডেস্ক:‌ আর কতদিন জাতীয় দলে খেলবেন রোহিত, বিরাট?‌ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়ত দেখা যাবে বিরাট–রোহিতকে। কিন্তু তারপর?‌ যদিও নতুন হেড কোচ গম্ভীর বলছেন, সুস্থ ও ফিট থাকলে ২০২৭ বিশ্বকাপেও দেখা যাবে এই দুই তারকাকে। 


এই মুহূর্তে রোহিত ৩৭। আর বিরাট ৩৫। ২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপের সময় দু’‌জনেরই বয়স বাড়বে। গম্ভীর বলেছেন, ‘‌এই দুই ক্রিকেটারের মধ্যেই প্রচুর খেলা মজুত রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও অস্ট্রেলিয়া সফরে এই দুই ক্রিকেটারকে আমার লাগবে।’‌ রোহিত এখনও একদিনের ক্রিকেটে অধিনায়ক আছেন। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব সামলাবেন। সম্ভবত আপাতত টেস্টেও তিনি অধিনায়কত্ব সামলাবেন। গম্ভীর আরও বলেছেন, ‘‌এই দুই ক্রিকেটার যেভাবে বড় মঞ্চে নিজেদের তুলে ধরেছেন। তাতে দুই ক্রিকেটারকে নিযে স্বপ্ন দেখাই যায়।’‌ প্রসঙ্গত, ২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০। আর বিরাটের ৩৮। কিন্তু গম্ভীর বলছেন, ‘‌ফিট থাকলে দুই ক্রিকেটারই ২০২৭ বিশ্বকাপ খেলবে।’‌