আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতে আসছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা গ্যারি নেভিল। তরুণদের ফুটবলে উৎসাহ দিতেই তাঁর ভারতে আসা বলে জানা গেছে। 
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক ম্যান ইউয়ের হয়ে আটবার ইপিএল জিতেছেন। দু’‌বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। জানা গেছে, ১৮ অক্টোবর চন্ডীগড়ে উপস্থিত থাকবেন নেভিল। ইউনাইটেড উই প্লে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তিনি হাজির থাকবেন বলে জানা গেছে। 


প্রসঙ্গত, কেরিয়ারের পুরোটাই ম্যান ইউয়ে খেলেছেন এই ইংরেজ ফুটবলার। প্রায় ২০ বছরে ক্লাবের হয়ে খেলেছেন ৬০২ ম্যাচ। আর দেশের হয়ে খেলেছেন ৮৫ ম্যাচ। ১২ বছর খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে।


ইউনাইটেড উই প্লে টুর্নামেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর সেকারণেই নেভিলের এবার ভারতে আসা। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে টুর্নামেন্টের শুরুতে কলকাতায় উদ্বোধনে এসেছিলেন ম্যান ইউয়ের প্রাক্তন তারকা লুইস সাহা। আর ফাইনালে আসছেন গ্যারি নেভিল। 
গোটা দেশের অন্তত ১৮ শহরে হয়েছে এই টুর্নামেন্টের ম্যাচ। ১৫ হাজার তরুণ ফুটবলার খেলেছেন। অবশেষে টুর্নামেন্টের ফাইনাল হতে চলেছে চন্ডীগড়ে।