আজকাল ওয়েবডেস্ক:‌ গ্যাংস্টার গোল্ডি ব্রারকে জঙ্গি ঘোষণা করল ভারত। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, ইউএপিএ আইনের আওতায় সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করা হল গোল্ডি ব্রারকে। প্রসঙ্গত, নিষিদ্ধ খলিস্তানি সংগঠন বব্বর খালসা ইন্টার ন্যাশনালের সঙ্গে যোগ রয়েছে এই গ্যাংস্টারের। ভার‍তবিরোধী কাজের সঙ্গে একাধিকবার জড়িয়েছে বব্বর খালসার নাম। 
২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পিছনে মাস্টারমাইন্ড ছিল গোল্ডি ব্রার। নিজেই খুনের দায় স্বীকার করেছিল সে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। খলিস্তানি নেতার বিরুদ্ধে ইন্টারপোলের নোটিস, জামিন অযোগ্য ওয়ারেন্ট সমস্ত কিছু জারি করা হলেও এখনও অধরা গোল্ডি ব্রার। সেই গোল্ডিকে বছরের প্রথম দিনই সন্ত্রাসবাদী তকমা দিল কেন্দ্র।