আজকাল ওয়েবডেস্ক: শরিক সিপিএমের সঙ্গে আলোচনা না করেই পুরুলিয়ায় প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক। সোমবার ধীরেন মাহাতোর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক। প্রসঙ্গত, পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নেপাল মাহাতোকে প্রার্থী করেছে কংগ্রেস। এদিকে, ফরওয়ার্ড ব্লক এককভাবে প্রার্থী দেওয়ায় তাঁকে ‘বামফ্রন্টের প্রার্থী’ হিসেবে স্বীকৃতি দিল না সিপিএম। সিপিএমের এক নেতার কথায়, বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে তাদের প্রার্থী রয়েছে দু’টি আসনে। কোচবিহার এবং বারাসত। এবার পুরুলিয়ায় এককভাবে প্রার্থী ঘোষণা করে দিল ফরওয়ার্ড ব্লক।
