আজকাল ওয়েবডেস্ক: ভারতে পা রাখতে চলেছেন লুই ফিগো, কার্লোস পুওল, ফার্নান্দো মরিয়েন্তেস, রিকার্ডো কুয়ারেসমারা।
আগামী ৬ এপ্রিল মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে মুখোমুখি হবেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলেনার প্রাক্তন ফুটবলাররা। এই উদ্যোগের পিছনে রয়েছে স্পোর্টস ফ্রন্ট। ইতিমধ্যেই খেলতে আসার ব্যাপারটা নিশ্চিত করেছেন ফিগোরা।
প্রসঙ্গত, ২০০০ সালে ফিফার ব্যালন ডি’অর খেতাব পেয়েছিলেন পর্তুগালের কিংবদন্তি ফিগো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দু’দলের হয়েই তিনি খেলেছেন। একাধিক লা লিগা খেতাবের পাশাপাশি ২০০২ সালে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিলেন। সেই ফিগো বলেছেন, ‘ভারত ফুটবল ভালবাসে। মুম্বইয়ে নামার অপেক্ষায় রয়েছি।’ আসছেন পুওলও। যিনি ক্লাব ফুটবলে খেলেছেন বার্সেলোনার হয়ে। বার্সার হয়ে অধিনায়ক হিসেবে ৬ বার লা লিগা জিতেছেন তিনি। স্পেনের হয়ে বিশ্বকাপ, ইউরো কাপ জিতেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। সেই পুওল বলছেন, ‘ফুটবলের প্রতি ভারতের প্যাশনটাই অন্যরকম। এবার সামনে থেকে তা দেখতে চাই।’
ফার্নান্দো মরিয়েন্তেস রিয়াল মাদ্রিদের হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। একাধিক গোল করেছেন। স্পেনের জাতীয় দলেও দীর্ঘদিন খেলেছেন। যিনি বলেছেন, ‘বিশ্বের অনেক বড় বড় স্টেডিয়ামে খেলেছি। এবার ভারতে খেলব।’
আসছেন কুয়ারেসমাও। যিনি পর্তুগালের ২০১৬ ইউরো জয়ী দলে ছিলেন। বার্সেলোনা ও পোর্তোর হয়ে একাধিক গোল আছে তাঁর। তিনি জানিয়েছেন, ‘ভারতের ফুটবল ভক্তদের কথা অনেক শুনেছি। এবার মুম্বইয়ে আসব শুনে উত্তেজিত।’
