নিতাই দে, আগরতলা: হস্টেলের খাদ্যে বিষক্রিয়া। যার জেরে পেট খারাপ ও শারীরিক অসুস্থতা নিয়ে গোমতী জেলার উদয়পুরের জওহর নবোদয় বিদ্যালয়ের ৫০ জনের বেশি ছাত্র–ছাত্রী চিকিৎসাধীন গোমতী জেলা হাসপাতাল এবং ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে। এই ঘটনায় চিন্তিত স্বাস্থ্য দপ্তর। অধিকাংশ পড়ুয়া পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাল জ্বর, সর্দিকাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে হস্টেলে থাকা পড়ুয়ারা। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়েছেন পড়ুয়ারা। অভিযোগ, রবিবার রাতে জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের যে খাবার দেওয়া হয়েছিল তা নিম্নমানের। গত তিন দিন ধরে একের পর এক ছাত্র–ছাত্রী পেট খারাপের কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ। অভিভাবকরা রীতিমতো বিরক্ত স্কুল কর্তৃপক্ষের উপর। সম্প্রতি জওহর নবোদয় বিদ্যালয়ের খাদ্যের গুণমান নিয়ে অভিভাবকরা প্রশ্ন তুলেছিলেন। তার পরেই এই ঘটনা।