আজকাল ওয়েবডেস্ক: এবার বেলুড়। দাউদাউ করে জ্বলে উঠল প্লাস্টিকের গুদাম। ঘটনাস্থলে হাজির দমকলের পাঁচটি ইঞ্জিন। শুক্রবার হাওড়ার বেলুড়ের ৩৩ কাশী মণ্ডল লেনে ওই প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। সকাল সাড়ে এগারোটা নাগাদ আচমকা ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দেখা যায়, দাউদাউ করে জ্বলছে প্লাস্টিকের গুদাম। খবর দেওয়া হয় দমকলে। প্লাস্টিকের গুদাম হওয়ায় দ্রুত আগুন ছড়াতে থাকে। একে একে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
