আজকাল ওয়েবডেস্ক: কর্নাটকে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। ১৭ বছরের নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। চলতি বছরের ২ ফেব্রুয়ারি এই যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে বলে দাবি ওই নাবালিকার। মাকে নিয়ে এক প্রতারণার ঘটনায় সাহায্য চাইতে ইয়েদুরাপ্পার সঙ্গে দেখা করতে গিয়েছিল মেয়েটি। তখনই এই যৌন নিগ্রহের ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ, একটি ঘরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করেন ইয়েদুরাপ্পা। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ‘এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সত্যিটা প্রকাশ্যে না আসা অবধি কিছু বলা সম্ভব নয়। বিষয়টি খুবই স্পর্শকাতর। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিষয়টার সঙ্গে জড়িয়ে।’ তিনি আরও বলেছেন, ‘এই বিষয়টির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ওই নাবালিকাকে আমরা চিনিও না। পুলিশ তদন্ত করুক।’ ইয়েদুরাপ্পার অফিস থেকে অবশ্য এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন ইয়েদুরাপ্পা। ২০১৮ সালের মে মাসে অতি অল্প সময়ের জন্য এবং ফের ২০১৯ থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ওই পদে আসীন হয়েছিলেন তিনি।
