আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরপ্রদেশে ভয়াবহ কাণ্ড। মেরঠে একই পরিবারের পাঁচ জনের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে দেহগুলি উদ্ধার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনাটি ঘটেছে মেরঠের লিসাদি গেট থানা এলাকায়।


পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। পরিবারের সদস্যদেরও খোঁজ মিলছিল না বুধবার থেকে। সন্দেহজনক কিছু ঘটেছে ভেবে আত্মীয়রা পুলিশে খবর দেন। বৃহস্পতিবার পুলিশ এসে তালাবন্ধ বাড়িতে ঢুকতে না পেরে ছাদ দিয়ে ভিতরে ঢোকে। ঘরে ঢুকতেই পুলিশকর্মীদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখা যায় মেঝেতে নিথর অবস্থায় পড়ে রয়েছে বাড়ির মালিক মঈন ও তাঁর স্ত্রী আসমার দেহ। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বক্স খাটের ভিতর থেকে উদ্ধার হয় তাঁদের তিন মেয়ে আফসা (‌৮)‌ আজিজা (‌৪)‌ এবং আদিবার (‌১)‌ দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, পাঁচজনকেই খুন করা হয়েছে। পুরনো কোনও শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তকারীদের মতে কোনও পরিচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের একজনের পা বিছানার চাদর দিয়ে বাঁধা ছিল। পুলিশ সূত্রে আরও খবর, ওই পরিবারটি খুব সম্প্রতি অন্য এলাকা থেকে লিসাদি গেট এলাকায় বসবাস শুরু করেছিল। মঈন ছিল পেশায় মেকানিক। সে কাদের সঙ্গে ওঠাবসা করত, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, মৃতদের সকলেরই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলেই অনুমান পুলিশের। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে দাবি পুলিশের। ঘটনার খবর পেয়ে বাড়িতে আসেন মঈনের ভাই সেলিম। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।