আজকাল ওয়েবডেস্ক: চলন্ত বাইকে ফেসবুক লাইভ করছিল এক যুবক। আরোহী ছিল আরও দু’জন। কে জানত, ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করে আছে! জানা গেছে, নদিয়া জেলার তেহট্ট থানার দক্ষিণ জিতপুর এলাকার বাসিন্দা ৩০ বছরের নির্মল বৈরাগ্য তাঁর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরবাইকে করিমপুরের দিকে যাচ্ছিলেন। শুক্রবার রাত তখন সাড়ে ন’টা। কারও মাথায় ছিল না হেলমেট। বাইকের মাঝে বসে থাকা যুবক ফেসবুক লাইভ করছিলেন। আচমকা একটি সাইকেলে ধাক্কা মারে বাইকটি। ছিটকে পড়েন তিনজনই। সেই সময় একটি চার চাকা গাড়ির সঙ্গে বাইক আরোহীদের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান তেহট্টের বাসিন্দা নির্মল বৈরাগ্য। এই ঘটনায় জখম আরও ২ যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের একজন তেহট্ট মহকুমা হাসপাতাল এবং আরেকজন কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
