আজকাল ওয়েবডেস্ক: ২৪ ডিসেম্বর রয়েছে রাজ্যে টেট পরীক্ষা। ওইদিনই আবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা। তাই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ডিসেম্বর রবিবার সকাল ৯টা নয়, অন্যদিনের মতোই সকাল ৬.৫০ মিনিট থেকেই চলবে মেট্রো। রবিবার চলে সাধারণত ১৩০টি মেট্রো। কিন্তু টেটের জন্য ২৪ ডিসেম্বর বাড়তি ১০০ অর্থাৎ ২৩৪টি মেট্রো চালানো হবে। পাশাপাশি টেটের দিন শহর, শহরতলি এবং জেলাতে বাড়তি বাস পরিষেবা মিলবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর।
