আজকাল ওয়েবডেস্ক:‌ দিওয়ালি উপলক্ষ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা যোগী সরকারের। উত্তরপ্রদেশ সরকার অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করেছে। ৩১ অক্টোবর ছুটি তো থাকছেই। পাশাপাশি ১ নভেম্বর শুক্রবারও ছুটি ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকার।
১ নভেম্বর রাজ্যের সব সরকারি দপ্তর ছাড়াও স্কুল, কলেজ থাকবে বন্ধ। 


৩০ অক্টোবর অর্থাৎ বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দিওয়ালি উপলক্ষ্যে উত্তরপ্রদেশে ৩১ অক্টোবরের পাশাপাশি ১ নভেম্বরও সরকারি দপ্তর, স্কুল, কলেজ বন্ধ থাকবে।’‌ 


এদিকে উত্তরপ্রদেশ সরকার বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, অতিরিক্ত একদিন ছুটি দেওয়ার ফলে ৯ নভেম্বর অর্থাৎ মাসের দ্বিতীয় শনিবার সমস্ত সরকারি দপ্তর খোলা থাকবে। 


এর আগে উত্তরাখণ্ড সরকারও দিওয়ালি উপলক্ষ্যে দু’‌দিন ছুটি ঘোষণা করেছে।  ‌