আজকাল ওয়েবডেস্ক:‌ জঙ্গিদের ঘিরে ফেলল নিরাপত্তা বাহিনী। উপত্যকায় ফের শুরু হয়েছে সেনা–জঙ্গি লড়াই। সূত্রের খবর, তিন থেকে চার জন জঙ্গিকে ঘিরে ফেলেছে জওয়ানরা। এই জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে কি না, তা জানার চেষ্টা চলছে।


বৃহস্পতিবার সকালেই জম্মু–কাশ্মীরের কিস্তওয়ার জেলায় সিংপোরা এলাকায় এনকাউন্টার শুরু হয়। সূত্রের খবর, ওই এলাকায় লুকিয়ে ছিল জঙ্গিরা। নিরাপত্তারক্ষী বাহিনী অভিযান চালাতেই জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় সেনাও। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কিস্তওয়ারের ছাত্রুতে তিন থেকে চার জন জঙ্গি লুকিয়ে রয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের আত্মসমর্পণের কথা বলা হচ্ছে। জঙ্গিরা গুলি চালাচ্ছে, পাল্টা তার জবাবও দিচ্ছে সেনা। জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়েই কিস্তওয়ারের সিংপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা। তার পরেই শুরু হয় গুলির লড়াই। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের ছোড়া গুলি প্রতিহত করার পাশাপাশি পাল্টা জবাব দিচ্ছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরাও।


এর আগে গত ১৩ মে থেকে ১৫ মে–র মধ্যে শোপিয়ান এবং পুলওয়ামার ত্রাল এলাকায় পৃথক দু’টি অভিযানে মোট ছয় জঙ্গিকে নিকেশ করে সেনা।