আজকাল ওয়েবডেস্ক:‌ সংসদে লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচন হবে আগামী ২৬ জুন। ২৪ জুন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে। সেখানেই নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। রাজ্যসভার অধিবেশন শুরু হবে ২৭ জুন। এবার সংসদ চলবে ৩ জুলাই পর্যন্ত।