আজকাল ওয়েবডেস্ক: ‘‌হয় কাজ করুন নয় পদ ছাড়ুন। আর যদি না ছাড়েন তবে আমি জেলাশাসকের থেকে আপনাদের নামের তালিকা নিয়ে সোজা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জমা দেব’‌। জেলার ১৯৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের নিয়ে এক বৈঠকে সরাসরি সতর্কবার্তা উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি (Sabhadhipati) নারায়ণ গোস্বামীর।

 বুধবার বারাসত রবীন্দ্র ভবনে জেলার উন্নয়ন নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও ছিলেন জেলাশাসক–সহ জেলা প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্তারা। পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান ছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের অন্যান্য সদস্যরা। এই বৈঠকেই পঞ্চায়েত ধরে ধরে বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় জেলার ১৪ থেকে ১৫টি পঞ্চায়েতের প্রধান তাঁদের পঞ্চায়েতের বরাদ্দকৃত অর্থ খরচ করতে পারেননি। বিষয়টি উত্থাপন করে এর পরেই রুদ্রমূর্তি ধারণ করেন সভাধিপতি। সোজা বলে দেন, ‘‌আগামী ১৫ দিনের মধ্যে যদি এই টাকা ঠিকঠাক করে খরচ করতে না পারেন তবে পদ ছেড়ে দিন। অন্য কাউকে সুযোগ দিন।‌ এটা মনে করার কোনও কারণ নেই আপনি না পারলে আরেকজন পারবে না।’‌ 

এবিষয়ে নারায়ণের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেননি। তাঁর কথায়, ‘‌হ্যাঁ, আমি একথা বলেছি। কারণ কেন্দ্রের এই তীব্র বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার উন্নয়নের জন্য কোনও খামতি রাখছেন না। তিনি যদি কষ্ট করে টাকার ব্যবস্থা করতে পারেন তবে কেন সেই টাকা ব্যবহার করা হবে না?’‌ 

একইসঙ্গে নারায়ণ জানিয়েছেন, তিনি আগামী ১৫ দিন পর জেলাশাসকের থেকে কাজ করতে না পারা এই প্রধানদের নামের তালিকা সোজাসুজি মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন।