আজকাল ওয়েবডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ চিনার পার্কের যে আবাসনে থাকতেন, সেখানে তল্লাশি অভিযান চালাল ইডি। মঙ্গলবার সকালে সেই আবাসনে যান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ইডি আধিকারিকরা ওই আবাসনে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন। আবাসিকদের সঙ্গে কথা বলার পর কুন্তল যে ফ্ল্যাটে থাকতেন, সেখানেও গিয়েছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু সেখানে বর্তমানে অন্য একটি পরিবার বাস করে। তাঁদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ইডি আধিকারিকরা আবাসন থেকে বেরিয়ে যান বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, কুন্তলের গ্রেপ্তারির প্রায় ১০ মাস পর ওই আবাসনে ফের গেলেন ইডি আধিকারিকরা। তবে ইডি সূত্রে খবর, ওই আবাসনে ফ্ল্যাট রয়েছে গরু পাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হকের। তবে কোন বিষয়ে তদন্ত চালাতে ইডি আধিকারিকরা ওই আবাসনে গেলেন তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, কুন্তলের গ্রেপ্তারির প্রায় ১০ মাস পর ওই আবাসনে ফের গেলেন ইডি আধিকারিকরা। তবে ইডি সূত্রে খবর, ওই আবাসনে ফ্ল্যাট রয়েছে গরু পাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হকের। তবে কোন বিষয়ে তদন্ত চালাতে ইডি আধিকারিকরা ওই আবাসনে গেলেন তা স্পষ্ট নয়।
