আজকাল ওয়েবডেস্ক:‌ রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার বনগাঁর একাধিক চাল এবং আটাকলে হানা দিল ইডি। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার নানা প্রান্তে অভিযান চালাচ্ছে ইডি। সকালে কালুপুরের রাধাকৃষ্ণ আটাকল এবং রাধাকৃষ্ণ চালকলে যান তদন্তকারীরা। সংশ্লিষ্ট চালকল এবং আটাকলের মালিক মন্টু সাহা এবং কালীদাস সাহা। তাঁদের বাড়িতেও গিয়েছে ইডি। চলছে জিজ্ঞাসাবাদ। শনিবার বনগাঁ ছাড়াও উত্তর ২৪ পরগনার বারাসত এবং নদিয়ার রানাঘাটেও ইডির পৃথক দল তল্লাশি চালাচ্ছে। ইডি সূত্রে দাবি, কালীদাস সাহা বা মন্টু সাহার মতো আটা এবং চালকলের মালিকদের সঙ্গে রেশনকাণ্ডের যোগ থাকার সম্ভাবনা রয়েছে। ওই ব্যবসায়ীদের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও যোগাযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে খবর, রাধাকৃষ্ণ আটাকলের বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হয়েছে। মালিকদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি রানাঘাটে নিতাই ঘোষ নামে এক ব্যবসায়ীর চালকলে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা।