আজকাল ওয়েবডেস্ক:‌ পৃথিবীর ভিতর রয়েছে আরও একটি ‘‌পৃথিবী’‌!‌ সে আর ঘুরতে চাইছে না। প্রয়োজনে ধীরে বা উল্টো ঘোরার কথা শোনা যাচ্ছে। নেচার পত্রিকার প্রতিবেদন এই কথাই বলছে।
প্রসঙ্গত, পৃথিবীর ভূগর্ভ তিন ভাগে বিভক্ত। প্রথম ভূত্বক যাকে ম্যান্টল বলা হয়। ২৯০০ কিলোমিটার পুরু। তারপর লিকুইড আউটার কোর। যা লোহা এবং নিকেল ধাতুর তরল স্তর। ২২৬০ কিলোমিটার পুরু। শেষে রয়েছে ইনার কোর। কঠিন গোলাকার বস্তু। এই স্তরকেই বলা হচ্ছে আর একটি ‘পৃথিবী’। ১২২০ কিলোমিটার ব্যস এবং পৃথিবীর ২০ শতাংশ জায়গা জুড়ে এর অবস্থান। এই ইনার কোরকে নিয়েই যত কাণ্ড। এর তাপমাত্রা প্রায় ৫৪০০ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের উপরিতলের তাপমাত্রার কাছাকাছি। বেশ কিছু বিজ্ঞানীদের মতে, এই ইনার কোর একটা সময় পৃথিবীর থেকেও দ্রুত ঘুরেছে। এখন অনেকটা ধীরে ঘুরছে। বিজ্ঞানীদের মতে, ইনার কোর যদি ধীরে কিংবা উল্টো ঘুরতে শুরু করে তবে পৃথিবীর আহ্নিক গতিতে প্রভাব পড়তে পারে। দিন আরও ছোট হওয়ার সম্ভাবনা থাকবে। 
এটা ঘটনা, এই ইনার কোর পৃথিবীর মতোই বনবন করে ঘোরে। তবে পৃথিবীর সঙ্গে ছন্দ মিলিয়ে নয়। সে নিজের ইচ্ছে মতো ঘোরে। তবে বিজ্ঞানীরা মনে করেন এই ইনার কোর একটা সময় পৃথিবীর থেকেও দ্রুত ঘুরেছে। এখন অনেকটাই ধীরে ঘুরছে। একটা সময় পৃথিবী এবং ইনারকোরের ঘূর্ণন সমান ছিল। আর এখন ধীরে ঘুরছে। আর তা যদি উল্টো ঘুরতে শুরু করে তবে মুশকিল।