‌আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানে ভূমিকম্প। ন্যাশনাল সিসমোলজি সেন্টার জানিয়েছে বুধবার ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ–পৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে। জানা গেছে আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে এই কম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। প্রসঙ্গত, মঙ্গলবার ভূমিকম্প হয়েছিল লাদাখ থেকে ভারত মহাসাগরে। তীব্র কম্পন অনুভূত হয়েছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। এবার বুধবার কম্পন অনুভূত হল পাকিস্তানে।