আজকাল ওয়েবডেস্ক:‌ মিনিমাম ইনভেস্টমেন্ট। ম্যাক্সিমাম রিটার্ন। আম আদমির এটাই চাওয়া। সীমিত আয়ে সঞ্চয়ের সুযোগ এখন অনেকটাই কমে গেছে আম আদমির। তবে পোস্ট অফিস এমন একটি প্ল্যান নিয়ে এসেছে যার মাধ্যমে আপনার ভবিষ্যৎ হবে সুরক্ষিত। 


পোস্ট অফিসে রয়েছে পাঁচ বছরের এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। যেখানে মাত্র ১০ টাকা প্রতি মাসে বিনিয়োগ করে খুলতে পারেন এই খাতা। টাকা জমার কোনও সর্বোচ্চ সীমা নেই। এই স্কিমে বছরে সুদের পরিমাণ ৬.‌৯ শতাংশ। আপনি প্রতি তিন মাস অন্তর সুদের টাকা পাবেন। পাঁচ বছরের মেয়াদ শেষেও আপনি এই স্কিম চালিয়ে যেতে পারেন। আবার নাও পারেন। পুরো টাকা তুলে নিতে পারেন। যেখানে এই ধরণের স্কিমে ব্যাঙ্ক দেয় ৩.‌৫ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ। 
নগদ টাকা কিংবা চেকের মাধ্যমে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। রয়েছে নমিনি রাখার সুযোগ। প্রয়োজনে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আপনি টাকা ট্রান্সফার করে নিতে পারেন। এমনকী একাধিক অ্যাকাউন্টও খুলতে পারেন। সেক্ষেত্রে নাবালক সন্তানদের নামেও অ্যাকাউন্ট খোলা হবে পারে। খোলা যেতে পারে জয়েন্ট অ্যাকাউন্টও।

 
অ্যাকাউন্ট খোলার দিন থেকে এক মাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হবে।