আজকাল ওয়েবডেস্ক: নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার। নিউ ইয়র্কের সবচেয়ে হ্যাপেনিং এলাকা। দিনে তো বটেই, রাতভর সেখানে দেশি বিদেশি মানুষের মেলা। এবার সেখানেই ৪, ৫ ও ৬ অক্টোবর শুক্র, শনি ও রবিবার দুর্গাপুজোর আয়োজন। বিদেশে এটাই দস্তুর যে অক্টোবরের সুবিধাজনক কোনো উইকেন্ডে সর্বজনীন পুজোর আয়োজন করে বাঙালিদের বিভিন্ন সংগঠন।
আয়োজকরা জানিয়েছেন, এর আগে টাইমস স্কোয়ারে কীর্তন বা যোগ ব্যায়ামের আসর বসেছে। এখানে বড় পর্দায় দেখানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি। এবছর বাংলা বর্ষবরণ উৎসব হয়েছে এই টাইমস স্কোয়ারেই। রমজানে তারাবির নমাজ এবং দিওয়ালি উৎসবও হয়েছে। কিন্তু দুর্গাপুজো হয়নি। এবার সেই টাইমস স্কোয়ারে আসছেন দেবী দুর্গা।
শারদীয় উৎসবের জমকালো প্রস্তুতি চলছে। মহালয়ার পর তারিখটিও নির্ধারণ করা হয়েছে এমনভাবে যেন অন্য কোনও সংগঠনের পুজোর সঙ্গে তারিখ না মেলে। প্রবাসী বাঙালিরা সবাই যেন আসতে পারেন টাইমস স্কোয়ারে। ইতিমধ্যেই নিউ ইয়র্কের বাইরে আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও অনেকেই আসার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। কানাডা থেকেও আসবেন অনেকে।
আয়োজকরা জানিয়েছেন, এর আগে টাইমস স্কোয়ারে কীর্তন বা যোগ ব্যায়ামের আসর বসেছে। এখানে বড় পর্দায় দেখানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি। এবছর বাংলা বর্ষবরণ উৎসব হয়েছে এই টাইমস স্কোয়ারেই। রমজানে তারাবির নমাজ এবং দিওয়ালি উৎসবও হয়েছে। কিন্তু দুর্গাপুজো হয়নি। এবার সেই টাইমস স্কোয়ারে আসছেন দেবী দুর্গা।
শারদীয় উৎসবের জমকালো প্রস্তুতি চলছে। মহালয়ার পর তারিখটিও নির্ধারণ করা হয়েছে এমনভাবে যেন অন্য কোনও সংগঠনের পুজোর সঙ্গে তারিখ না মেলে। প্রবাসী বাঙালিরা সবাই যেন আসতে পারেন টাইমস স্কোয়ারে। ইতিমধ্যেই নিউ ইয়র্কের বাইরে আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও অনেকেই আসার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। কানাডা থেকেও আসবেন অনেকে।
