‌আজকাল ওয়েবডেস্ক: দুবাই সেজেছে শারদ উৎসবের আমেজে। প্রবাসে ৯ টা পরিবার একসঙ্গে মেতে ওঠে মা দুর্গাকে বরণ করে নেওয়ার জন্য। ৫ দিন ধরে ৯ টা পরিবার কোমর বেঁধে মেতে ওঠেন উদযাপনে। খাওয়া–গান–আড্ডা এই সব মিলিয়ে একেবারে খাঁটি বাঙালিয়ানাতেই কাটে পুজো। প্রবাসে বসে এক টুকরো কলকাতার ঘরোয়া পরিবেশ ধরে রাখার চেষ্টায় সামিল হয়েছেন সকলে। যা কোথাও গিয়ে সেই যৌথ পরিবারের কথা মনে করিয়ে দেয়। পরবর্তী প্রজন্ম যারা এখানে জন্মে বড় হয়ে উঠছে, তাদের মধ্যেও শারদীয়ার সাবেকিয়ানা ছড়িয়ে দেওয়ার এ এক প্রচেষ্টা। যা পরবর্তী কালে তারা বহন করে নিয়ে যেতে পারে।  গত পাঁচ বছর ধরে দুবাইতে এই শারদোৎসব পালিত হচ্ছে। কুমোরটুলির প্রতিমা, শোলার সাজ, সপ্তমী তিথি মেনে কলা বৌ স্নান, নানা বিধি পালন, জমিয়ে আড্ডা, খাওয়া–দাওয়া সব মিলিয়ে দুবাইয়ে শারদোৎসব একেবারে জমজমাট। কলা বৌ স্নানের পরে দেবী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মহিলারা লাল পাড় শাড়ি পরে নবপত্রিকা স্নান করান। ৯টি পরিবার সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকেন। দুবাই থেকে পুজো কমিটির সদস্য অমরেশ মজুমদার জানালেন মরুদেশের এই মহা আয়োজনের কথা।