আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় রিল করতে মাহিন্দ্রা গাড়ি নিয়ে একেবারে রেললাইনের উপর উঠে পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। সোমবারই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। ওই অবস্থায় রিল বানানোর জন্য একেবারে গাড়ি নিয়ে রেললাইনের উঠে যান তিনি। কিন্তু এরপরেই ঘটে বিপত্তি। রেলের ট্রাকে আটকে যায় গাড়ির চাকা। উল্টোদিক থেকে আসছিল একটি মালগাড়ি। চালকের নজরে বিষয়টি পড়তেই তিনি গাড়ি থামিয়ে দেন। ফলে বড় দুর্ঘটনা ঘটেনি।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল অনলাইন। ভিডিওয় দেখা গেছে, ওই ব্যক্তি রেললাইনের উপর থেকে গাড়িটিকে সরানোর চেষ্টা করছেন। আর সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশ।
সূত্রের খবর, একাধিক মানুষের চেষ্টায় রেললাইন থেকে গাড়িটি বের করতে সক্ষম হন ওই ব্যক্তি। এরপরই এলাকা ছেড়ে পালান। পালানোর সময় গাড়ির ধাক্কায় অন্তত তিন জন আহত হয়েছেন। পুলিশ ধাওয়া করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।
এর আগেও এরকম ঘটনা ঘটেছে। তাতে অনেকের প্রাণও গেছে। অনেকে আহত হয়েছে। তবুও হুঁশ ফেরেনি।
