আজকাল ওয়েবডেস্ক: এক তরুণকে হোটেলের ছাদ থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তাঁর বন্ধু রিদিম অরোরার বাবা সঞ্জীব অরোরার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সার্থক আগরওয়াল নামে ওই তরুণ। সঞ্জীবের বিরুদ্ধে বরেলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বরেলি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বন্ধুদের সঙ্গে প্রাক্-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে একটি বিলাসবহুল হোটেলে সময় কাটানোর জন্য গিয়েছিলেন সার্থক। পেশায় ব্যবসায়ী তিনি। হঠাৎ সার্থক তাঁর বন্ধু রিদিমের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। ছাদ থেকে এক তরুণ নীচে পড়ে গিয়েছে সে খবর হোটেল কর্মীরা জানান পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সার্থককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার তদন্তে নেমে হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, শনিবার মধ্যরাতে হোটেলের ছাদে যান রিদিম এবং সার্থক। দু’পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়। তার মাঝেই রিদিম তাঁর বাবা সঞ্জীবকে ফোন করে সেখানে ডাকেন। অভিযোগ, রাগের বশে সার্থককে হোটেলের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন সঞ্জীব। তিনি মদ্যপ ছিলেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত করছে পুলিশ।
