আজকাল ওয়েবডেস্ক: সমর্থকদের জন্য প্রথা ভাঙতেও রাজি ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসতে চলেছেন তিনি। আর সমর্থকরা চাইলে তৃতীয়বারও ওই চেয়ারে বসার ইচ্ছা রয়েছে ট্রাম্পের।
বুধবার হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্যদের সঙ্গে দেখা করেন ট্রাম্প। ওয়াশিংটনের একটি হোটেলে তাঁদের সামনে দাঁড়িয়েই ট্রাম্প জানান, সমর্থকেরা চাইলে তিনি তৃতীয় বারও প্রেসিডেন্ট হতে রাজি আছেন। অর্থাৎ প্রথা ভাঙার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। বুধবার তিনি বলেছেন, ‘মনে হয় আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব না। অবশ্য আপনারা যদি বলেন যে, ‘তিনি ভাল ছিলেন। কিংবা, বিশেষ এক জনকে আমরা পেয়েছি’, সেক্ষেত্রে আলাদা কথা।’
মার্কিন মুলুকের সাংবিধানিক বিধি অনুযায়ী, এক জন প্রেসিডেন্ট দু’দফায় আট বছর ক্ষমতায় থাকতে পারেন। তার বেশি নয়। এর আগে ২০১৬ থেকে ২০২০ অবধি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। ২০২০ সালে তিনি জো বাইডেনের কাছে হেরে যান। ফের জিতে এসেছেন ২০২৪ সালে। এবার হারিয়েছেন ডেমেক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে। এরপর ফের আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৮ সালে। কিন্তু সাংবিধানিক বিধি অনুযায়ী তিনি প্রেসিডেন্ট পদে আর দাঁড়াতে পারবেন না। অবশ্য সাংবিধানিক বিধিতে বদল আনলে রিপাবলিকান ট্রাম্পের ফের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। তবে এটা ঘটনা, মার্কিন মুলুকে সংবিধানে ২২ তম সংশোধনীতে বলা হয়েছিল, কোনও প্রেসিডেন্টই তৃতীয় বারের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন না। কিন্তু ট্রাম্প এই বিধি বদল করবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
