মিল্টন সেন, হুগলি: কুকুরের গলায় মালা পরিয়ে, ভাল খাবার দিয়ে, ফুল দিয়ে পুজো করে উৎসব পালন চন্দননগরে। উৎসবের নাম ‘কুকুর তিহার’। মূলত নেপালের এই উৎসবের লক্ষ্য কুকুরকে পুজো করে মৃত্যুর দেবতার যমরাজকে সন্তুষ্ট করা। নেপাল ছাড়াও এদেশের সিকিম এবং উত্তরাখণ্ড রাজ্যের একাধিক জায়গায় এই উৎসব পালন করা হয়ে থাকে। সম্প্রতি পথ কুকুরদের গলায় মালা পরিয়ে পুজো করে উৎসব পালন করা হল হুগলির চন্দননগরে। ভারতীয় তিথি অনুসারে কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা দিয়ে তিহার শেষ হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, উৎসবটি ফি বছর অক্টোবর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি পড়ে থাকে। এবছর কুকুর তিহার উৎসব পালন করা হয়েছে ১১ নভেম্বর। সাড়ম্বরে এই উৎসব পালন করেন চন্দননগরের পাল দম্পতি। এলাকায় সঞ্চিতা পাল ও পিকাসো পাল পশুপ্রেমী হিসাবে পরিচিত। শনিবার সকালে তাদের দেখা গেল রাস্তার একাধিক কুকুরের গলায় মালা পরিয়ে ফুল দিয়ে পুজো করতে। একই সঙ্গে এই দিনে কুকুরদের বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন ওই দম্পতি। মেনুতে ছিল ৭ কেজি চালের ভাত ও তিন কেজি মাংস।
