আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার অবধি বঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তা সত্ত্বেও তাপমাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৩০ ডিগ্রি টপকেছে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.‌৭ ডিগ্রি সেলসিয়াস।
‌‌বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বুধ থেকে শুক্রবার অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ জেলায় জেলায় এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রকোপ বেড়েছে। আসানসোলে তাপমাত্রা ৩৪.‌৫ ডিগ্রি ছুঁয়েছে। মেদিনীপুর, বাঁকুড়ায় তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে। 

ফাইল ছবি