আজকাল ওয়েবডেস্ক: পদপিষ্টের কথা কানে যেতেই বন্ধ হয়ে গেল অনুষ্ঠান। চিন্নাস্বামী স্টেডিয়ামে যখন আইপিএল জয়ের পর বিরাট কোহলিদের নিয়ে অনুষ্ঠান চলছে, তখনই বাইরে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। হুড়োহুড়ি থেকে পদপিষ্টের ঘটনায় মারা যান বহু ভক্ত। আহতও বহু।
কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানিয়েছেন, ঘটনার পরেই অনুষ্ঠান কাঁটছাট করে শেষ করে দেওয়া হয়। তাঁর কথায়, ‘পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। হাসপাতালেও গিয়েছি। যারা আহতদের চিকিৎসা করছেন সেই ডাক্তারদের বিরক্ত করতে চাইনি। কতজন মারা গিয়েছেন বা আহত তা এখনই বলা সম্ভব নয়। সবাইকে বলব শান্ত থাকুন। অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই দশ মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়।’
এদিকে বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, ‘আয়োজকদের আরও সুষ্ঠুভাবে ও পরিকল্পনা করে অনুষ্ঠান আয়োজন করা উচিত ছিল।’
প্রসঙ্গত, মঙ্গলবারই আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন ভক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের উপর উঠেছিল লাঠিচার্জের অভিযোগ। কিন্তু পরেরদিনই যে এই ঘটনা ঘটবে তা কেউ কল্পনা করতে পারেনি। জয়ের আনন্দ বদলে গেল শোকে।
মঙ্গলবার আইপিএল জেতার পর বুধবার বেঙ্গালুরুতে উৎসবের কথা আগেই জানিয়েছিলেন আরসিবি কর্তৃপক্ষ। বুধবার বেঙ্গালুরুর চার্ডার্ড বিমান নামার আগে থেকেই বিমানবন্দরের বাইরে ভিড় জমতে শুরু করে। যত সময় গড়ায় তত ভিড় বাড়তে থাকে। বিকালে চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়ে উল্লাসের কথা ছিল কোহলিদের। তার অনেক আগে থেকেই চিন্নাস্বামীর বাইরে ভিড় জমান হাজার হাজার দর্শক।
কোহলিরা যখন কর্নাটক বিধানসভায় সংবর্ধিত হচ্ছিলেন, সেই সময় পদপিষ্টের ঘটনা ঘটে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্টেডিয়ামের সামনে ভিড় যাতে আরও বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করে প্রশাসন। স্টেডিয়ামে যাওয়ার প্রায় সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়ামে যাওয়ার মেট্রো পরিষেবা। কুব্বন পার্ক স্টেশন থেকে ড. বিআর আম্বেডকর বিধানসভা স্টেশন পর্যন্ত মেট্রো চলাচলও বন্ধ করে দেওয়া হয় বিকেল ৪.৩০ থেকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম বাস জনসমুদ্রের মধ্যে দিয়েই স্টেডিয়ামে পৌঁছোয় বিকাল সাড়ে পাঁচটা নাগাদ। তার আগেই ঘটে যায় বিপত্তি। আর ঘটনার কথা কানে যেতেই দশ মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করে দেওয়া হয় বলে জানান শিবকুমার।
