আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের ১৬টি জেলায় ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলেছে। গত সপ্তাহে মালদা, মুর্শিদাবাদকে পিছনে ফেলে আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত পাওয়া স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। জানা গেছে, এপর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১৪০০। আক্রান্তে শীর্ষে থাকা পাঁচ জেলা হল–উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হুগলি এবং কলকাতা। এই পাঁচ জেলার প্রতিটিতেই মোট আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়ে গিয়েছে।
