আজকাল ওয়েবডেস্ক:‌ দিওয়ালির পর দিল্লির বাতাস আরও বিষাক্ত হয়ে উঠেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর পরিসংখ্যান অনুযায়ী দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৪০০–র কাছাকাছি রয়েছে। বৃষ্টির জেরে দিওয়ালির আগে দিল্লির বাতাসের গুণগত মান বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি খুব খারাপ। বুধবার সকাল ৬টা অবধি দিল্লির আরকে পুরম এলাকায় বাতাসের গুণগত মান ৪১৭, আনন্দ বিহার এবং নারেলা এলাকায় যা ৪৩০, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তা ৪০৩, পাঞ্জাবি বাগ এলাকায় বাতাসের গুণগত মান ৪২৩।  দীপাবলি উপলক্ষে শব্দবাজি এবং আতসবাজির ব্যবহার, যানবাহনের ধোঁয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাতাসের গুণগত মান কমে গিয়ে দূষণ পরিস্থিতি আবার ‘ভয়াবহ’ হয়ে উঠেছে রাজধানীর। এদিকে, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। একাধিকবার করোনাতেও আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকদের আশঙ্কা দিল্লির ভয়াবহ দূষণের ফলে অসুস্থতা বৃদ্ধি পেতে পারে তাঁর। তাই চিকিৎসকদের পরামর্শ মেনে জয়পুরে যাচ্ছেন তিনি।