আজকাল ওয়েবডেস্ক:‌ জিম ট্রেনার কাম মালিক খুনের ঘটনায় বাবাকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে, বুধবার রাতে বিয়ে হওয়ার কথা ছিল গৌরব সিংঘলের (‌২৯)‌। কিন্তু বিয়ের কয়েক ঘণ্টা আগে এলোপাথারি ছুরির কোপে তাঁকে হত্যা করা হয়। ঠিক একদিন পর বৃহস্পতিবার সন্ধেয় ছেলেকে হত্যার অভিযোগে গৌরবের বাবা রঙ্গলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় অভিযুক্ত জানিয়েছে, নিয়মিত ছেলে অপমান করত তাকে। তাই রাগের বশে এই ঘটনা ঘটিয়েছে সে।
দক্ষিণ দিল্লির বাসিন্দা গৌরব ‘‌ফিট বক্স’‌ নামে একটি জিম চালাতেন। থাকতেন দক্ষিণ দিল্লির দেবলি এক্সটেনশন এলাকায়। জানা গেছে, বাড়ি থেকেই তাঁর বিয়ে ঠিক করা হয়েছিল। কিন্তু বিয়ের করার ঘণ্টা আগেই খুন করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, বাড়ির পাশে রাজু পার্কে গৌরবকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর মুখ ও বুক ক্ষতবিক্ষত ছিল। পুলিশ জানায়, গৌরবের মুখ ও বুকে অন্তত ১৫টি ছুরির আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে গৌরবের বাবা উধাও। এরপর এলাকার সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, ঘটনার পর রঙ্গলাল এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপরই রঙ্গলাল সিংঘলের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধেয় তাকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত।