আজকাল ওয়েবডেস্ক: এক বছর ধরে দিনরাত এক করে খেটেছিলেন। তবুও বছরে শেষে মাইনে বৃদ্ধি করেনি সংস্থা। রাগে শোরুম থেকেই ৬ লক্ষ টাকা নগদ ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করলেন যুবক। শেষ রক্ষা হল না দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ধৃত যুবকের নাম হাসান খান। তাঁর কাছ থেকে নগদ এবং বৈদ্যুতিক সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, লুধিয়ানার বাসিন্দা হাসান। দিল্লির নরৈনা এলাকায় একটি বাইকের শোরুমে কাজ করতেন ওই ২০ বছর বয়সী যুবক। জেরায় পুলিশকে হাসান জানিয়েছে, গত এক বছর ধরে ওই শোরুমে কাজ করতেন তিনি। কিন্তু এক বছর পরেও শোরুমের মালিক মাইনে বৃদ্ধি করতে রাজি হননি। তারপরেই চুরির ফন্দি আঁটেন। 

গত ৩১ ডিসেম্বর সকলে যখন বর্ষবরণের আনন্দে মেতে রয়েছেন তখনই হাতসাফাই করেন হাসান। শোরুমের আলো নিভিয়ে হেলমেট পরে চুরি সারেন তিনি। নগদ ছয় লক্ষ টাকা এবং বেশ কিছু বৈদ্যুতিক সামগ্রীও চুরি করেন। তদন্তে নেমে পুলিশ শোরুম সংলগ্ন ১০০টি সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে। শোরুমের অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। 

জিজ্ঞাসাবাদের পর সন্দেহের তালিকায় হাসানের নাম সবার উপরে উঠে আসে। এরপর তাঁকে একটানা জেরা করা হয়। অবশেষে হাসান ভেঙে পড়েন এবং পুলিশের কাছে নিজের কুকীর্তির কথা স্বীকার করেন। পুলিশ তাঁর কাছ থেকে নগদ ছয় লক্ষ টাকা এবং দু'টি দাম ক্যামেরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন, ডেপুটি কমিশনার বিচিত্র বীর।