আজকাল ওয়েবডেস্ক: নানা বিষয়ে আলটপকা মন্তব্য করতে ওস্তাদ পাকিস্তানের নেতা-মন্ত্রীরা। সেই সব মন্তব্যে তাঁরা হাসির পাত্রও হন। কিন্তু তাতেও দমেন না। এর সর্বশেষ উদাহরণ প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। এবার আইপিল ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট হ্যাক করা হয়েছিল বলে দাবি করলেন আসিফ।

পাকিস্তানের বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আসিফ দাবি করেন, তাঁর দেশের ‘সাইবার যোদ্ধারা’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ম্যাচ চলাকালীন ভারতের একটি ক্রিকেট স্টেডিয়ামের আলো বন্ধ করে দিয়েছিল। তিনি সম্ভবত ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে অনুষ্ঠিত আইপিএল ম্যাচের কথা বলছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাটের ফলে মাঝপথে বাতিল করা হয়েছিল ম্যাচটি। পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ জঙ্গি ঘাঁটি লক্ষ করার উদ্দেশে সামরিক অভিযান অপারেশন সিঁদুর শুরু করার একদিন পরই এই ঘটনা ঘটে।

আসিফের দাবি, ভারত পাকিস্তানের দেশীর প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল নয়। পাকিস্তানের সাইবার যোদ্ধারা সাইবার হানা চালিয়েছিল ভারতে। স্টেডিয়ামের আলো বন্ধ করে দেয়, ম্যাচ বন্ধ হয়ে যায়। বাঁধ থেকে জল ছাড়া হয়। ভারতের বৈদ্যুতির গ্রিড বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, “এই সব হানা সাইবার হানা। আমাদের সাইবার যোদ্ধারা এই হামলা চালিয়েছিল।“

?ref_src=twsrc%5Etfw">June 14, 2025

আসিফের ২৯ সেকেন্ডের এই ভিডিওটি এক্স-এ ঝড়ের বেগে শেয়ার করা হয়েছে। ব্যবহারকারীরা তাঁর অদ্ভুত মন্তব্যের জন্য তাঁকে ট্রোল করেছেন। একজন লিখেছেন, “জানি না পাকিস্তানে সাইবারের ধারণা কী। সেখানে মনে হয় আলাদা সিলেবাস পড়ানো হয়।“

এক জন লিখেছেন, “মন্ত্রীকে কেউ বলবেন যে, ফ্লাডলাইট ওয়াইফাই দিয়ে চলে না। বাড়ির রাউটার হ্যাক করে ফ্লাডলাইট বন্ধ করা যায় না।“

অন্য একজন লিখেছেন, “যদি লাইট বন্ধ করা সাইবার জয় হয়, তাহলে আমার তিন বছরের ভাগ্নে বিশ্বের কাছে হুমকি। সে একবার জুম মিটিংয়ের সময় ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।“

এই প্রথম নয় এর আগেও বহুবার ট্রোল হতে হয়েছে আসিফকে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রতিরক্ষমন্ত্রী দাবি করেছিলেন, পাক সেনা ভারতে পাঁচটি রাফাল বিমান গুলি করে নামিয়েছিল। এক সাংবাদিক তাঁকে সেই দাবির প্রমাণ চাওয়ায় তিনি বলেছিলেন, ‘সোশ্যাল মিডিয়া জুড়ে প্রমাণ রয়েছে।‘